মায়ের তুলনা কারও সাথে হয় না, মা শুধু মা।

শিক্ষনীয় গল্প June 23, 2016 1,731
মায়ের তুলনা কারও সাথে হয় না, মা শুধু মা।

একটা ছেলের গার্ল ফ্রেন্ডস ছেলেটাকে পরিক্ষা করার জন্য বলল,তুমি তোমার মাকে কত খানি ভালবাসো ।। ছেলেটা বলল, আমার জীবনের চেয়ে বেশী।।


মেয়েটা বলল, যদি সে অনেক বৃদ্ধ হয়,,, ছেলেটা শুনে পকেট থেকে একটা চকচকে এক হাজার টাকার নোট বের করে মোচড় দিয়ে বলল এটার মূল্য কত ?

মেয়েটি বলল, ১০০০ টাকা ।


তারপর ছেলেটি পায়ের তলার ময়লা লাগিয়ে বলল, এটার মূল্য কত?

মেয়েটি বলল, এক হাজার টাকা।


তারপর ছেলেটা ভালো করে ময়লা কাদা মাখিয়ে বলল, এটার দাম কত??

মেয়েটা একটু বিরক্ত হয়ে বলল, কেন এটার ও মূল্য ১০০০ টাকা !


ছেলটা তার গাল ফ্রেনডস কে বলল,, আমার মা ও আমার কাছে এমন । তাকে আমি খুব ভালবাসি । তাই সে বৃদ্ধ হোক না কেন?? মায়ের তুলনা কারও সাথে হয় না, মা শুধু মা।