নেকড়ে আর ভেড়া

ঈশপের গল্প June 23, 2016 3,768
নেকড়ে আর ভেড়া

এক নেকড়ের একদিন খুব শরীর খারাপ করেছে, নড়তে-চড়তে পারছে না। বসে থাকতে থাকতে একসময় দেখে এক ভেড়া যাচ্ছে সেখান দিয়ে। নেকড়েটা তাকে ডেকে কাছের ঝরনা থেকে জল এনে দেওয়ার অনুরোধ জানাল।


‘জল এনে দিলেই হবে’, ভেড়াটাকে বলল সে, ‘মাংসের জোগাড়টা আমি নিজেই করে নিতে পারব।’


‘হ্যাঁ, তার আর সন্দেহ কী!’, ভেড়া শুনে বলল, ‘আমি তোমায় এক আঁজলা জল এনে দিলেই হবে। তার পরে এই আমাকে দিয়েই মাংস জোগাড় করার কাজটাও তোমার এমনিই হয়ে যাবে।’


উপদেশ : ধোঁকাবাজি আড়াল করা যায় না