'ব্লুবেরি' অসাধারণ গুণের এক ফল!

ফলের যত গুন June 22, 2016 6,215
'ব্লুবেরি' অসাধারণ গুণের এক ফল!

স্মৃতিশক্তি উন্নত করতে আমরা কিনা করি। অনেক রকমের ওষুধ খাই। খাবার খাই। কিন্তু আমাদের হাতের কাছেই এমন এক ফল রয়েছে, যা খেলে আমাদের একই সঙ্গে দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি দুটোই আরও ভালো হবে।


আমাদের স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষেত্রে ব্লুবেরি খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। ব্লুবেরির অনেক গুণ রয়েছে। কিন্তু এই ফল সবথেকে বেশি কাজে দেয় দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে।


শুধু তাই নয়, ব্লুবেরি আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে। তাই এবার থেকে এই সব সমস্যায় ওষুধ না খেয়ে বরং ব্লুবেরি খান।