মাথার উপর দিয়া বিমান গেল!

পাঁচমিশালী কৌতুক June 22, 2016 2,580
মাথার উপর দিয়া বিমান গেল!

রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক পাগল রাস্তা বন্ধ করে রাখলো। রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। তবুও পাগল সরছে না।


পরে উত্তেজিত হয়ে এক চালক বলল-


চালক : ওই পাগলা, সরবি? না তোর গায়ের উপর দিয়া গাড়ি চালামু?


পাগল : আরে যা যা! একটু আগে মাথার উপর দিয়া বিমান গেল কিছুই হইলো না, তোর তো একটা গাড়ি!