আবার কচ্ছপ- খরগোশের দৌড়

মজার সবকিছু June 22, 2016 1,488
আবার কচ্ছপ- খরগোশের দৌড়

মাথার উপর খা-খাঁ রোদ। অলস দুপুর। গভীর বনে এক বিশাল বট গাছের নিচে আড্ডা বসেছে বানর, বাঘ, খরগোশ, কচ্ছপ, হাতি, শেয়ালের।

বাঘ- ভাতিজা তুমি এইটা একটা কাজ করলা? কচ্ছপের কাছে দৌড়ে তুমি হেরে গেলা!!!!

খরগোশ- চাচা সমস্যাটা আমার না, দৌড় শুরু করার আগে কচ্ছপ আমাকে এক গ্লাস শরবত দিয়ে বলল "এই শরবত টা খাও শক্তি পাবা" আপনি বলেন সেই শরবতে যদি ঘুমের ঔষধ মেশানো থাকে, আমি তো ঘুমে পড়বোই!!!!

বাঘ- কি ব্যাপার কচ্ছপ ভাই ঘটনা কি সত্য?

কচ্ছপ- ভাই আপনি হের কতা হুনলেন!!!! এইটা ভাই ডাহা মিছা কতা।

খরগোশ- আমি মোটেও মিথ্যা কথা বলছি না। এতোই যদি তুমি সত্য কথা বলো, চলো এখন আর একবার দৌড়াই।

কচ্ছপ- তোমার কি মাথা খারাপ? এই রোদে কি দৌড়া যায়?

হাতি- যেহেতু এখানে সত্য-মিথ্যার প্রশ্ন এসেছে, রোদটা একটু কমে যাক তুমি খরগোশের কথা ভূল প্রমান করে দাও।

বানর- হাতি ভাই কিন্তু খারাপ বলেনি হয়ে যাক আর একবার দৌড়।

খরগোশ- আমি রাজি আছি।

বাঘ- কচ্ছপ ভাই তাহলে দেখায় দাও খরগোশ ভাতিজা মিথ্যা কথা বলেছে।

কচ্ছপ- ঠিক আছে কি আর করার সবাই যখান এতো করে কচ্ছে।

দুপুরে সবাই একসাথে খেলো। অনেক দিন পর সবাই একসাথে জম্পেস একটা আড্ডা দিলো।রোদ ততোখনে কমে গেছে। কচ্ছপ, খরগোশ রেডি হচ্ছে দৌড়ের জন্য।


দৌড় শুরু হয়ে গেলো খরগোশ চোখের পলকেই দৌড়ে চলে গেলো আর কচ্ছপ সবে স্টার্ট লাইন থেকে একহাত দূরে।

দুপুরে খাওয়ার পর শরীর টা ভারি হয়ে গেছে বাঘ বট গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। যখন চোখ খুললো চারদিক অন্ধকার সামনে কচ্ছপ বসে হাপাচ্ছে। বানর, হাতি, শেয়াল নাক ডাকে ঘুমাচ্ছে। আর দূরে খরগোশ দৌড়ে আসতেছে।


বাঘ- ভাই তুমিতো আবারো জিতে গেলা।

কচ্ছপ- কইছিলাম খরগোশ আমার সাথে দৌড়ে পারবে না।


ঐ দিকে খরগোশ দৌড়চ্ছে আর কচ্ছপকে গালি দিতেছে, শালা দুপুরের খাবারে আবার ঘুমের ঔষধ মেশাইছে।