স্যাররা কিছুই জানে না---
গাবলু : আমি আর স্কুলে যাব না বাবা।
বাবা : কেনরে গাবলু, লেখাপড়া করতে ভালো লাগে না?
গাবলু : তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না যে। সব প্রশ্নের উত্তরই তো আমাদের মানে ছাত্রদের থেকে জানতে চায়।
আমের পতন-----
শিক্ষক : বলতো গাবলু, আম বা যে কোন ফল উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?
গাবলু : উপরে খাওয়ার লোক নেই তাই।
অংকের টিউটর-------
বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
গাবলু : বললেন তোমার জন্য একজন ভালো অংকের টিউটর রাখতে।
বাবা: মানে?
গাবলু : মানে তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
চোরকে পালাতে দেওয়া উচিত--------
শিক্ষক : চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে?
গাবলু: চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে।