ফেইসবুক মেসেঞ্জারে ফুটবল গেইম

ফেসবুক টিপস June 21, 2016 1,657
ফেইসবুক মেসেঞ্জারে ফুটবল গেইম

মেসেঞ্জার ফিচারে ‘লুকানো’ ফুটবল গেইম এনেছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক।

বিশ্বব্যাপী আইওএস আর অ্যান্ড্রয়েডের মোবাইল মেসেঞ্জার অ্যাপের জন্য গেইমটি ইউরো ২০১৬ আর কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতার প্রতীক রূপে ছাড়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


এর আগে এ রকমই একটি বাস্কেটবল গেইম এনেছিল বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমের সাইট। ওই গেইম তিন মাসের মধ্যে একশ’ কোটিবারেরও বেশি খেলা হয়।


ফেইসবুকের মেসেঞ্জার বিভাগের প্রধান ডেভিড মার্কাস লিখেন, “মার্চ ম্যাডনেস আর এনবিএ সেশনের জন্য চালু করা আমাদের ছোট (বাস্কেটবল ইমোজি) মেসেঞ্জার তিন মাসের মধ্যে একশ’ কোটিবারেরও বেশি খেলা হয়েছে। যেহেতু সবাই এটি এতটা পছন্দ করেছে আর এখন ইউরো ২০১৬ আর কোপা আমেরিকা চলছে... সবাই বুঝতেই পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি... [ফুটবল ইমো!] এটা শুরু।”


কীভাবে খেলতে হবে—


১। মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণে আপডেটেড থাকতে হবে স্মার্টফোনটি


২। ফুটবলের ইমোজি সিলেক্ট করে কোনো বন্ধুকে পাঠাতে হবে


৩। চ্যাটে আসা আইকনে চাপ দিতে হবে


৪। ব্যস, গেইমটি চালু হয়ে যাবে।