সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। নিরাপদ ও সুখের দিক থেকে বিশ্বে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি দেশ। এসব দেশের নাম ঘোষণা করা হয়েছে।
গ্লোবাল পিস ইনডেস্ক ২০১৬ সম্প্রতি এসব দেশের নাম ঘোষণা করেছে। এখানে বাংলাদেশ সম্পর্কেও ব্যাখ্যা দেয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের বিষয়ও রয়েছে। সবার আগে দেখে নিন-
বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিময় ১0 টি দেশের নাম
১. আইসল্যান্ড
২.ডেনমার্ক
৩. অস্ট্রিয়া
৪. নিউজিল্যান্ড
৫. পর্তুগাল
৬. চেক রিপাবলিক
৭. সুইজারল্যান্ড
৮. কানাডা
৯. জাপান
১০. স্লোভেনিয়া
এই তালিকায় বাংলাদেশের নাম শান্তিতে থাকা দেশগুলোর মধ্যে নেই। খুব অশান্তিতে থাকা দেশগুলোর মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশ মধ্যম সারিতে রয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা বাংলাদেশের কাতারে রয়েছে।
ভারত কিছুটা অনিরাপদ। অন্যদিকে ধীরে ধীরে শান্তির পথে আসছে পাকিস্তান। ৫ টি ক্যাটাগরি করেছে এই সংস্থাটি। গাঢ় সবুজ, সবুজ, হলুদ, কমলা ও কালো রং ব্যবহার করে বিভিন্ন দেশের অবস্থান নির্দেশ করেছে প্রতিষ্ঠানটি।
খুব ভালো গাঢ় সবুজ রং দ্বারা চিহ্নিত দেশগুলো এই তালিকায় তুলে ধরা হয়েছে। রংয়ের দিক থেকে হলুদ রংয়ে বাংলাদেশ। সবচেয়ে খারাপ অবস্থান কালো রং দ্বারা প্রকাশ করা হয়েছে।