চলছে মাগফিরাতের দশক। আজ ১২ রমজান। এ দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা লাভের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিসসিতরি ওয়াল আ’ফাফি; ওয়াসতুরনি ফিহি বিলিবাসিল কুনুয়ি’ ওয়াল কাফাফ; ওয়াহমিলনি ফিহি আ’লাল আ’দলি ওয়াল আংসাফ; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফ; বিআ’সমাতিকা ইয়া ই’সমাতাল খাইফিন।
অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর। তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ। হে আল্লাহভীরুদের রক্ষাকারী।
পরিশেষে...
আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে মুমিন বান্দাকে আত্মিক পবিত্রতা সঙ্গে ন্যয় ও ইনসাফে সুসজ্জিত হওয়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমিন।