জর্জিয়ায় মুসলমানদের আযান প্রচারের অধিকার কেড়ে নেয়া হচ্ছে!

ইসলামিক সংবাদ June 17, 2016 1,187
জর্জিয়ায় মুসলমানদের আযান প্রচারের অধিকার কেড়ে নেয়া হচ্ছে!

জর্জিয়ার ইসলাম বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছেন, জর্জিয়াতে আযান প্রচার নিষিদ্ধ করা হয়েছে।


Maide.az এর বরাত দিয়ে ইকনার এক প্রতিবেনে জানা যায়, জর্জিয়ার ইসলাম বিষয়ক সংস্থার প্রধান শেইখ আমিন ইগিদোভ, আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে বলেছেন, আযান প্রচারের কারণে সাধারণ জনগণ কষ্টের শিকার হয় তাই আমাদেরকে শুধুমাত্র মসজিদ অভ্যন্তরে আযান প্রচার করতে বলেছে জর্জিয়া কর্তৃপক্ষ।


তিনি বলেন, আমি এমন সিদ্ধান্তের সাথে একমত নই। কারণ খ্রিষ্টানরা স্বাধীনভাবে তাদের গীর্জার ঘন্টা বাজায়।


অতএব, মুসলমানদের আযান প্রচারের অধিকার কেড়ে নেয়া সঠিক নয়।


জর্জিয়ায় তাকফিরিদের তৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা আইএসে যোগ দেয় তাদের অধিকাংশই ওয়াহাবি চিন্তা-চেতনার অনুসরণ করে থাকে। আমাদের উচিত জর্জিয়া হতে তাকফিরি ও ওয়াহাবি মতবাদের প্রসার রোধ করা।