স্মার্টফোন যন্ত্রটি ভালো রাখতে চাইলে চাই আলাদা যত্ন। স্মার্ট যুগে স্মার্টফোনের যত্ন না নিলে কি চলে!
*যে অ্যাপ সম্পর্কে জানা নেই সেগুলো ইনস্টল না করাই ভালো। পরীক্ষামূলকভাবেও অ্যাপ নামিয়ে দেখা উচিত নয়৷ এসব অ্যাপে প্রচুর পরিমাণ ভাইরাস থাকে। যেমন: মানকি, অ্যাডল ইত্যাদি।
*গুগল প্লে স্টোর বা পরিচিত কোনো জায়গা থেকে অ্যাপ ইনস্টল করা ভালো।
*নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।
*বৃষ্টি বা পানি থেকে স্মার্টফোনকে দূরে রাখুন। এখন বেশির ভাগ স্মার্টফোনের ব্যাটারি খোলা যায় না৷ ফলে স্মার্টফোনটিতে পানি পড়লে ফোনটি বন্ধ করে কাছের সার্ভিস সেন্টার থেকে ফোনটি খুলে ঠিক করে নিন।
*তিন ঘণ্টার বেশি ফোনে চার্জ না দেওয়া।
*কখনো সারা রাত চার্জে রাখবেন না।
*চার্জ করার জ্যাকপিন যত্ন নিয়ে ব্যবহার করতে হবে।
*ফোনটি যেন হাত থেকে পড়ে না যায়। অনেক সময় পড়ে গিয়ে পর্দা নষ্ট হয়ে যায়। সেদিকে খেয়াল রাখতে হবে।
*পানিতে যেন না পড়ে স্মার্টফোন। পানিতে পড়লে যন্ত্রে সমস্যা হবে।
*স্মার্টফোনটি যেন বালিশের নিচে চাপা না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
*জিনস বা কোনো প্রকার আঁটোসাঁটো প্যান্টের পকেটে ফোন না রাখাই ভালো।
*সফটওয়্যারের সংস্করণ না বুঝে হালনাগাদ করবেন না।
*অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম নামাবেন না।
*তারহীন ব্লুটুথ দিয়ে অনেক বেশি তথ্য আদান-প্রদান না করাই ভালো। অনেক সময় স্মার্টফোন হ্যাং হয়ে যেতে পারে।
*সফটওয়্যার ফরম্যাট করার ক্ষেত্রে দরকারি সবকিছু অন্য কোথাও সংরক্ষণ করে রাখুন।
*সংযোগ পেতে স্মার্টফোনের জন্য সাধারণত তিন ধরনের সিমকার্ড (সাধারণ, মাইক্রো ও ন্যানো) লাগে। আপনার স্মার্টফোনের ট্রে অনুযায়ী সিম লাগাতে হবে। মাইক্রো ও ন্যানো সিম কেটে ব্যবহার না করাই ভালো। কারণ, অনেক সময় সিমকার্ড কাজ করে না। মাইক্রো বা ন্যানো সিমকার্ড সংযোগদাতার কাছ থেকে সংগ্রহ করুন।
*কেনার আগে দেখুন স্মার্টফোনটির ওয়ারেন্টি আছে কি না। যে ফোনটি কিনছেন সেই নির্মাতার অনুমোদিত সার্ভিস সেন্টার আছে কি না সেটাও দেখে নেওয়া ভালো।