হাসপাতালে কাজ করবে রোবট!

নতুন প্রযুক্তি June 16, 2016 852
হাসপাতালে কাজ করবে রোবট!

রেস্টুরেন্টের পর এবার হাসপাতালে যোগ দিচ্ছে মানবাকৃতির রোবট। বেলজিয়ামের দুইটি হাসপাতালের অভ্যর্থনাকারী হিসেবে চাকরি করবে তারা। ফলে স্বাস্থ্যক্ষেত্রে এটাই প্রথম কর্মস্থল হতে যাচ্ছে রোবটের।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেপার নামের চার ফুট লম্বা এই রোবটটি ২০টি ভাষায় মানুষের কণ্ঠ বুঝতে পারে। কথা বলার সময় পুরুষ, মহিলা ও শিশু আলাদা করতে পারে।


বেলজিয়ামের সিএইচআর সিটাডেল নামে হাসপাতালে এ রোবটটি শুধু অভ্যর্থনাকারী হিসেবেই থাকবে। অপরদিকে এজি ডামিয়ান হাসপাতালে এটি মানুষকে সঠিক বিভাগে যেতে সহযোগিতা করবে।


সিএইচআর সিটাডেলের জনসংযোগ পরিচালক নাথালি এভরার্দ বলেন, এটি কর্মকৌশলের সঙ্গে সম্পর্কিত। এর সঙ্গে জড়িত অত্যাধুনিক স্থাপনা ও রোবট।


ইতিমধ্যেই হাসপাতাল দুটি তাদের শিশু এবং বৃদ্ধদের ওয়ার্ডে ছোট ‘নাও রোবট’ ব্যবহার করছে। এ রোবটগুলো বৃদ্ধদের বিভিন্ন অনুশীলনে সাহায্য করে। আর শিশুদের অস্ত্রোপচারের ভয় কাটিয়ে উঠতে সহায়তা করে থাকে।