ধাঁধা :
১. ‘আশি টাকার খাসি,
নব্বই টাকার পোস্ত।
এক পিঠ দেখা যায়,
আর পিঠ কই দোস্ত?’
২. ‘একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে।
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে।’
৩. ‘দাঁত আছ তবু
পারে না খেতে,
তাকে দিয়ে কাজ হয়
দিনে বা রাতে।’
৪. ‘অন্ধ দিয়ে শুরু তার,
সত্য দুই পিছে।
সবটা মিলে খুঁজে বেড়াই
মায়া জালের নিচে।’
উত্তর :
১. আকাশ
২. শিশির
৩. চিরুনি
৪. কলুক