ধাঁধা :
১. ‘সবার ঘরে সবার কাছে,
আমার যে থাকা।
ছয় মাস সঙ্গে থাকি,
ছয় মাস একা।’
২. ‘সবাই তারে বলে পাখি,
চার বর্ণে নাম তার।
শেষের দুটো ছেড়ে দিলে
মরুভূমিতে রাখি।’
৩. ‘সবাই থাকে আমার নিচে,
মানুষ বাড়ি ধরা।
রাতে আমি কাজের মানুষ
দিনে আমি মরা।’
৪. ‘সবকিছুকে নিয়ে যখন
সম্মান যা পেলি,
মাঝখানটা খুইয়ে শেষে
খাজনা দিলে মলি।’
উত্তর :
১. হাতপাখা
২. উটপাখি
৩. আলো ও বাতি
৪. কচর