কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই দেখে নিন আপনার সারা মাসে নেট ব্যাবহারের হিসাব!

মোবাইল টিপস June 10, 2016 1,370
কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই দেখে নিন আপনার সারা মাসে নেট ব্যাবহারের হিসাব!

আজ আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অনেকেই জানেন তারপর ও যারা জানেন না তাদের জন্য এই পোষ্ট টি।


আমরা প্রতিদিনি কম বেশি নেট সবাই ব্যবহার করি, কিন্তু কতটা ব্যাবহার করছি তার হিসাব জানতে সরনাপন্ন হচ্ছি কাস্টোমার কেয়ারর,, কিংবা এ্যাপস এর উপর।


আসুন আজ জেনে নেই কি করে আমরা মোবাইলে নেট এর প্রাত্যহিক এবং মাসিক সকল হিসাব খুজে বের করবো।


এজন্য আমাদের যেতে হবে Settings > Data use এ, এখানে একটু লক্ষ করলে দেখতে পারবেন দুইটি লগ আছে একটি Mobile এবং অন্যটি Wifi…


যাদের wifi অপসন টা নাই তারা settings > data use এ যেয়ে অপসন এ যেয়ে wifi অপসন টা অন করতে পারবেন… এখানে আপনি যে যে সুবিধা গুলি পাচ্ছেন সেগুলি আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি…


ক. মাসিক নেট খরচের লিমিট নির্ধারন করতে পারবেন,

খ. নির্দিষ্ট লিমিট পর্যন্ত এসে আপনাকে সতর্ক করবে

গ. আপনি মাসিক সাইকেল নির্ধারন করতে পারবেন,

ঘ. আপনি আজ কতটুকু নেট ইউজ করেছেন তা

দেখতে পাবেন,

ঙ. কোন কোন এপ্লিকেশন কতটুকু নেট ব্যবহার করেছে তার একটি বিস্তারিত তালিকা পাবেন এখানে…


আমার মনে হয় বাকিটা আপনারা ঠিকই বের করে নিতে পারবেন… ডেটা ইউজ অপসন টা যে শুধু স্যামসাং এই আছে তা কিন্তু নয়, বর্তমানে প্রায় সকল মোবাইলেই এই অপসনটা দিচ্ছে….