শ্যাম্পুর রঙ কালো হলেও এর ফেনা সাদা কেন?

জানা অজানা June 8, 2016 1,423
শ্যাম্পুর রঙ কালো হলেও এর ফেনা সাদা কেন?

শ্যাম্পু বা সাবান রঙিন হলেও এদের ফেনার রঙ হয় সাদা। কারণ এসবের ফেনায় এলোমেলো তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় বিভিন্ন রঙের সম্মিলিত উপস্থিতি। যেকোনো ফেনা মূলত নানা মাপের অসংখ্য বুদবুদের সমষ্টি।


অসংখ্য বুদবুদের সমষ্টিবদ্ধ ফেনায় যখন সূর্যরশ্মি বা ঘরের আলো পড়ে, তখন আলোক তরঙ্গ ওই বুদবুদ থেকে বিচ্ছুরিত হয়। এই এলোমেলো তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় প্রায় সব রঙ বর্তমান থাকে বলেই তাদের সম্মিলিত উপস্থিতি ফেনাকে সাদা করে তোলে।