২৩টি আইফোন অ্যাপ যা অ্যান্ড্রয়েডের হিংসার কারণ

এপস রিভিউ June 8, 2016 1,225
২৩টি আইফোন অ্যাপ যা অ্যান্ড্রয়েডের হিংসার কারণ

আইফোনের মজাটি হলো, বহু অ্যাপ অ্যান্ড্রয়েডে আসার আগেই আইফোনে আসে। এখানে দেখে নিন কিছু অ্যাপ যা আইফোনে দেখলে অ্যান্ডয়েড ব্যবহারকারী বন্ধুরা রীতিমতো অবাক হয়ে যাবেন।


১. ভ্রমণের জন্যে আপনার কাছে সেরা প্রস্তাব নিয়ে আসতে পারে 'হিটলিস্ট'। অবসরে কোথায় কিভাবে ভ্রমণ করা যাবে তার সম্পর্কে দারুণ তথ্য দেয় অ্যাপটি।


২. আপনি কথা বলার সময় 'উমম' বা 'যেমনটা' ইত্যাদি শব্দ ব্যবহার করেন। 'উম্মো' অ্যাপটি আপনার এ ধরনের কথা ট্র্যাক করে।


৩. স্মার্টফোনে ডিজিটাল বাটন তৈরি করে দেবে 'ওয়ার্কফ্লো'। বিভিন্ন বাটন বানিয়ে তাদের দিয়ে একটি কাজ করানো যাবে।


৪. আবহাওয়ার খবর জানাতে চমৎকার একটি অ্যাপ 'ফ্রেশ এয়ার'।


৫. নিউ ইয়র্ক টাইমস তাদের সেরা অ্যাপটি বানিয়েছে। এর নাম 'এনওয়াইটি নাও'।


৬. অল-ইন-ওয়ান ফটো অ্যাপ 'এনলাইট'। এতে প্রচুর ফিল্টার, প্রিসেট, স্কেচিং টুল ও ইফেক্ট রয়েছে।


৭. পোডকাস্ট আরো দ্রুত শোনার ব্যবস্থা করে দেবে 'ওভারকাস্ট।


৮. আপনার স্মার্টফোনে শক্তিশালী ফটো এডিটিং টুল এনে দেবে 'ফটোশপ ফিক্স'।


৯. নতুন নতুন জনপ্রিয় পণ্য আপনার সামনে তুলে আনবে 'প্রোডাক্ট হান্ট'।


১০. স্মার্টফোনের ক্যামেরা সেটিংসের পুরোটা আপনার হাতে তুলে ধরবে 'ম্যানুয়েল'।


১১. চিন্তাগুলোকে দারুণ উপায়ে রেকর্ডভুক্ত করবে 'ভেস্পার'।


১২. আইফোনের সবচেয়ে উন্নত স্কেচিং অ্যাপ 'পেপার'। এটি নোট নেওয়ার কাজটিও অনেক এগিয়ে নিয়েছে।


১৩. যখন কর্মসূচি ও সময়সূচি মেনে চলতে চান, তখন টু-ডু লিস্টের সেরাটা এনে দেবে 'ক্লিয়ার'।


১৪. টুইটারে মাস্টার হতে চান? তাহলে ব্যবহার করুন 'টুইটবট ৪'।


১৫. জিআইএফ ছবি বানাতে অনন্য 'জিমফি ক্যাম'। এর মাধ্যমে দারুণ জিআইএফ ছবি বানাতে পারবেন।


১৬. জনপ্রিয় 'ফ্ল্যাপি বার্ড' নতুন হয়ে এসেছে 'মি. জাম্প'-এর মাধ্যমে।


১৭. ছবি তোলার সময় একটু নড়ে গেছে? ছবি ঝাপসা হয়ে গেছে? ইন্সটাগ্রামের এসব ছবিকে ঠিকঠাক করে দেবে 'হাইপারল্যাপস'।


১৮. ছবিতে সাবটেল ফিল্টার যোগ করবে 'লাইটলি'। একটা একটা শক্তিশালী ফটো অ্যাপ।


১৯. প্রতিদিন ফিটনেস তুলে ধরবে 'পেডোমিটার++'। এর মাধ্যমে নিজ লক্ষ্যে পৌঁছতে পারবেন প্রতিদিনই।


২০. আইওএস-এর জন্যে এক দারুণ শুটার গেম আফটারপালস'।


২১. নিজের পছন্দমতো মিউজিক বানানোর দারুণ একটি অ্যাপ 'লুপি এইচডি'। নিজের গানে বিট বক্সিং, যান্ত্রিক আওয়াজ ইত্যাদি দিয়ে চমৎকার হান বানাতে পারবেন।


২২. জাদুর মতো কাজ করে জ্যোর্তিবিজ্ঞান বিষয়ক অ্যাপ 'স্কাই গাইড'। অ্যাপটি অন করে আকাশের দিকে স্মার্টফোন বা ট্যাবটি ধরুন। এটি সব নক্ষত্র, তারা বা গ্রহের ছবি আপনাকে আলাদাভাবে দেখাবে।


২৩. ঠিক যেন একটি নোটবুক হাতে পেয়ে যাবেন যদি থাকে 'মোলস্কাইনস টাইমপেইজ'। এর চমৎকার ক্যালেন্ডার, টাইমপেইজ ইত্যাদি দারুণ উপভোগ্য। সূত্র : বিজনেস ইনসাইডার