স্যুপে মাছি
স্যুপে মাছি পড়া একটা কমন সমস্যা। ওয়েটারের কাছে মাছির সমস্যা উল্লেখ করলে কোন ধরনের ওয়েটার কী উত্তর দেবে তা নিয়েই আজকের আয়োজন। লিখেছেন আদিত্য রহিম এঁকেছেন বিপ্লব
ওয়েটার, আমার স্যুপে একটা মাছি?
ওয়েটার যখন পরিস্থিতি সামাল দিতে পারদর্শী
টেনশন না করে খেয়ে ফেলুন স্যার। মাছির জন্য আমরা আলাদা কোনো বিল নেব না।
ওয়েটার যখন জগত্সংসারের ওপর চরম বিরক্ত
মাত্র ২৫ টাকার স্যুপে নিশ্চয়ই আপনি গোল্ডফিশ আশা করতে পারেন না?
ওয়েটার যখন গণিতবিদ
মাছিটা স্যার আমাদের অজান্তে স্যুপে যোগ হয়েছে। আপনি চাইলে ওটা স্যুপে যোগ রেখেই খেতে পারেন। অথবা আপত্তি থাকলে স্যুপ থেকে ওটা বিয়োগ করে আইমিন ফেলে দিয়ে খেতে পারেন।
ওয়েটার যখন পরিসংখ্যানবিদ
এটা স্যার রেসিপি মিসটেক। আমরা মোট সাতটি উপকরণ দিয়ে স্যুপ তৈরি করি। এর মধ্যে দুটি মিষ্টিজাতীয় পদার্থ, তিনটি টকজাতীয়, একটি তরল পদার্থ এবং একটি আননোন। এটা আমাদের বিশেষত্ব। মাছিটা আট নম্বর উপকরণ হিসেবে স্যুপে ইন করেছে। এটা গ্রেট মিসটেক। সব মিলিয়ে আমাদের স্যুপে মোট উপকরণ দাঁড়িয়েছে আটটি। ক্লিয়ার স্যার?
ওয়েটার যখন বিপণন কর্মকর্তা
তাহলেই বুঝুন স্যার, মাছিটা পর্যন্ত টের পেয়ে গেছে স্যুপটা কত ভালো। আমরা শুরু থেকেই বলে আসছি, আমাদের রেস্টুরেন্টের স্যুপ শহরের সেরা। মাছিটা স্যুপে পড়ে সেটাই প্রমাণ করছে।
ওয়েটার যখন অতি উৎসাহী
চালিয়ে যান স্যার, লাগলে আরো দেব!