ধাঁধা :
১. ‘দিন-রাত পড়ে থাকি
লাথি মারলে চলে,
গ্রামের মধ্যে থাকে সে
কথা নাহি বলে।’
২. ‘দুই পায়ে আসে,
চার পায়ে বসে,
দুই পায়ে ঘষে,
সবখানে বসে।’
৩. ‘দুই বর্ণের নাম যার
নদীতে দেখা যায়,
নাড়ীর টান থাকে
বর্ণ বিচ্ছিন্ন হওয়ায়।’
৪. ‘দুই পা ধরে
কাজটি করে
দেয় ছেড়ে।’
উত্তর :
১. ঢেঁকি
২. মাছি
৩. মাঝি
৪. ছোরতা