বাজারে আসছে অ্যারো স্মার্ট-কার্ট!

নতুন প্রযুক্তি June 5, 2016 1,023
বাজারে আসছে অ্যারো স্মার্ট-কার্ট!

ছোটকাল থেকেই স্বপ্ন দেখতে শুরু করে বাচ্চারা। তাদের পছন্দমত কোনকিছু করার আগ্রহটা সবচেয়ে বেশি থাকে এ বয়সেই। কিন্তু বয়স ও নির্দিষ্ট পণ্যের সুযোগটা ঠিকভাবে না পাওয়ায় অনেকক্ষেত্রে হতাশায় পড়তে হয় অনেক শিশুদের।


তাই এসব বাচ্চাদের কথা মাথায় রেখেই নেস্ট এর সহ প্রতিষ্ঠাতা টনি ফ্যাডেল ইনটেলিজেন্ট থার্মস্ট্যাট এবং স্মোক ডিটেক্টর থেকে এবার উন্মুক্ত করলেন বাচ্চাদের জন্য একটিভ মোটর অ্যারো স্মার্ট-কার্ট। ৫ থেকে ৯ বছরের বাচ্চাদের উদ্দেশ্য করেই এটি উন্মুক্ত করা হয়েছে।


নেস্ট এর সহ প্রতিষ্ঠাতা টনি ফ্যাডেল ইনটেলিজেন্ট থার্মস্ট্যাট এবং স্মোক ডিটেক্টর থেকে এবার উন্মুক্ত করলেন বাচ্চাদের জন্য একটিভ মোটর অ্যারো স্মার্ট-কার্ট।


৫ থেকে ৯ বছরের বাচ্চাদের উদ্দেশ্য করেই এটি উন্মুক্ত করা হয়েছে।


এই ইলেক্ট্রিক গো-কার্টে বাচ্চাদের সেফ রাখার জন্য জিপিএস এবং ওয়াই ফাই সংযুক্ত করা হয়েছে। এতে করে বাচ্চার অভিভাবকরা মোবাইল অ্যাপের মাধ্যমে কার্টের ড্রাইভিং এরিয়ায় নজর রাখতে পারবে।


এমন কি কার্টের গতি সীমা অতিক্রম করলে অথবা গরম হয়ে গেলে ইমারজেন্সি স্টপ বাটন কাজ করবে। এছাড়াও প্রক্সিমিটি সেন্সর স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করবে।


এই ইলেকট্রিক কারের দাম ধরা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। আর গ্রীষ্মের শুরুতেই বাজারে আসবে।