মাহে রমজানে সেহরি ও ইফতারের স্থানীয় সময় জানাবে অ্যাপ

এপস রিভিউ June 4, 2016 1,860
মাহে রমজানে সেহরি ও ইফতারের স্থানীয় সময় জানাবে অ্যাপ

মাহে রমজান উপলক্ষে আপনার হাতে যে রমজানের সময়সূচীর ক্যালেন্ডার আছে তা শুধু ঢাকার জন্য প্রযোজ্য।আর আপনি আপনার স্থানীয় সময়ের জন্য ঢাকার সময়ের সাথে নিদিষ্ট সময় যোগ বিয়োগ করে আপনার সেহরি ও ইফতারের সময় জেনে নেন।কিন্তু এই সমস্যা সমাধান করবে Megaminds Web & IT Solutions এর ডেভেলপ করা Apps of Ramadan - মাহে রমজান ২০১৬ নামের একটি এন্ড্রয়েড অ্যাপ।এই অ্যাপ আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে জিপিআরএস অন রাখলেই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার স্থানীয় সময়ের সেহরি ও ইফতারের সময়সূচি।


এছাড়া এই অ্যাপে রয়েছে প্রতিদিন হাদীস নোটিফিকেশন, তসবীহ,রমজানের খাদ্যাভ্যাস সহ নানা নামের ফিচার।


যে স্থান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন


• [url=https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan]গুগল প্লে স্টোর[/url]