বর্তমানে যুগে দিনে দিনে বেশিরভাগ মানুষই প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে উঠেছে।বেশির ভাগ ব্যবহারকারী কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করায় সাইবার নিরাপত্তা নিয়ে অনেকটা সময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
ফলে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে সাইবার নিরাপত্তা না থাকায় দিন দিন বিভিন্নভাবে প্রযুক্তিগত দিক থেকে অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলেছে। তাই ব্যাবহারকারীদের মধ্যে বেড়েছে বিভিন্ন অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহারের চাহিদা।
বিসিএস কম্পিউটার সিটির স্পিড টেকনোলজির পরিচালক এ এন এম কামরুজ্জামান বলেন, ‘ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটারের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফলে অ্যান্টি ভাইরাসেরও চাহিদা বেশি।’
বাজারে এসেছে বিভিন্ন দামের অ্যান্টি ভাইরাস। রাজধানীর বিভিন্ন শপিং কমপ্লেক্স ও কম্পিউটার দোকান ঘুরে দেখা যায় একজন ব্যবহারকারীর জন্য (মেয়াদ এক বছর) ১,০০০, তিন বছর ২,০০০, তিনজনের জন্য (এক বছর) ২,২০০ এবং ১০ জনের জন্য (এক বছর) ৫,৫০০ টাকা৷
ইন্টেল সিকিউরিটি টোটাল প্রোটেকশন তিনজনের জন্য (এক বছর) ২,৮০০ এবং একজনের জন্য (তিন বছর) ২,৫০০ টাকা৷
ই-স্ক্যান টোটাল প্রোটেকশন: একজনের জন্য (এক বছর) ১,০৫০ এবং তিনজনের জন্য (এক বছর) ২,১০০ টাকা৷
অ্যাভিরা: একজন ব্যবহারকারীর জন্য (মেয়াদ এক বছর) ৯৯৯ টাকা ও তিনজনের জন্য (এক বছর) ২,১৯৯ টাকা৷
বিটডিফেন্ডার: ইন্টারনেট সিকিউরিটি একজনের জন্য (এক বছর) ৩৬৫; তিনজনের জন্য (এক বছর) ৯০০ টাকা৷
বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি টোটাল প্রোটেকশন একজনের জন্য (এক বছর) ১,২০০ ও তিনজনের জন্য (এক বছর) ২,৪০০ টাকা৷
প্যান্ডা: একজনের জন্য (এক বছর) ১,০৯৯ এবং তিনজনের জন্য (এক বছর) ২,১৯৯ টাকা৷
ক্যাসপারস্কি: একজনের জন্য (এক বছর) ১,০৯৯ এবং তিনজনের জন্য (এক বছর) ২,১৯৯ টাকা৷
ট্রেন্ড মাইক্রো: একজনের জন্য (এক বছর) ৯৯০; তিনজনের জন্য (এক বছর) ১,৯৯০; একজনের জন্য (তিন বছর) ১,১৯০ এবং তিনজনের জন্য (তিন বছর) ২,৫৯০ টাকা৷