হেডফোন ছাড়া মোবাইলে রেডিও শুনুন !!!

মোবাইল টিপস June 3, 2016 1,813
হেডফোন ছাড়া মোবাইলে রেডিও শুনুন !!!

ধরুন বাংলাদেশ-ইন্ডিয়ার খেলা হচ্ছে। কিন্তু আপনি টিভির সামনে নেই। তখন কি করবেন? অবশ্যই মোবাইলে রেডিও শুনবেন। ধরুন আপনার হেড ফোনটা হারিয়ে গেছে বা আনতে ভুলে গেছেন। এখন কি করবেন। হেড ফোন ছাড়াতো আর মোবাইলে রেডিও শোনা যাবে না তো। যাবে অবশ্যই যাবে হেড ফোন ছাডা মোবাইলে রেডিওশু নুন খুব সহজে।


চিন্তারকোন কারন নাই, আমি আছি না। একটা কাজ করেন, সিগারেটের প্যাকেটের ভিতর সিলভারের যে কাগজটা থাকে তা সংগ্রহ করে হেড ফোনের মাথার মত চিকন করে মোবাইলের ইয়ার ফোনের সকেটে ঢুকিয়ে দিন, এবার দেখুন

আপনার মোবাইলে ইয়ার ফোনের চিহ্ন আসবে, ব্যাস কাজ শেষ এবার আরামচে রেডিও শুনুন।