ভালবাসি শুধু তোমায় মা।
আজ বিশ্ব "মা" দিবস। তাই সব মাকে জানাই আমার সালাম।
আপনারা হয়তো ভাবছেন আজ আবার কিসের "মা" দিবস.........
শুধু আজ না আগামি কাল ও "মা" দিবস।সারা জীবন ই "মা" দিবস।
সারা বছর মায়ের উপযুক্ত জায়গা হল বৃদ্ধা শ্রম আর ১দিন ফোন করে বললাম "মা তোমায় ভালবাসি" এমন ভালবাসা যেন কোন মা না পায় সেই দোয়া করি।মাকে ভালবাসা লাগবে না শুধু তাকে আপনার কাছে একটু রাখবেন আর এটাই তার জীবনের সব থেকে বড় পাওয়া।কোন মা বাবা চায় না যে সে বৃদ্ধা শ্রমে থাকুক।আপনার কাছে ১বেলা খাবার আর ১টা কাপড়-ই তার সুখের ঠিকানা।
মা ভালবাসিনা তোমায় শুধু ১ দিন।
ভালবাসি প্রতিদিন,চিরদিন