যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই ।
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।- তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ
পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ
ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। - তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে
তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়??
তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়.....
#☺☺☺ - চোখের যত কথা ছিল,
কেড়েছে শুন্য দৃষ্টি?
খুব আদরের শহর ভিজা'ক,
বেহিসেবী বৃষ্টি?
Copy Sms
You may like