আকাশ অনেক বড়...... তবুও সে কাঁদে!!
আর আমি?? তার তুলনায় কত্ত ছোট.?.. আমি ও কাঁদি!!
কিন্তু আকাশের মত কাউকে সিক্ত করতে পারি না,
পারিনা র্বষার মত অবিরাম ঝরতে,
মেঘের মত কাউকে আগলে রাখতে,
না পারি তোমার বিরহে পাশে থাকতে!!- আজ বলবো কি যে তোমায়
তুমি অনেক ভালো থেকো
আমি আমার মত না হয়
প্লিজ নিজের খেয়াল রেখো !
অনেক ভালো থেকো। - জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয়,,
নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!! । । । । - ফেলে অাসা এক নদীর ধারে,
খুজে বেড়াই অামি তারে! ?
দেয়না দেখা অামায় কভু
তার খেয়াল তুমি রেখো প্রভু। ??
Copy Sms
You may like