রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
"শুভ পহেলা বৈশাখ"- দিন গুলো যেমনি হোক ঠিকি যায় কেটে !
তবে বলো লাভ কি পুরোনো স্মৃতি ঘেটে ?
এই বছরে পুরন হউক তোর সকল আশা ।
নতুন বছরে তোর জন্য এটাই করি প্রত্যাশা ।
🎉 হ্যাপি নিউ ইয়ার ২০২৫ 🎆 - আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সব পুরানো কষ্ট,
আজ করো নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরানো যন্ত্রনা,
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটা ক্ষন ।
এই কামনা করি আমি সারাটি খন ।
🎈 হ্যাপি নিউ ইয়ার ২০২৫ 🎊 - তিনজন লোক তোমার ফোন নাম্বার চেয়েছে।।।
আমি দিইনি।।।
তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।।
তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।।
তারা তিনজন হলো,:;সুখ,,,শান্তি,,,,সমৃদ্ধি!!!"
🎉 অগ্রিম শুভ নববর্ষ ২০২৫ !!!! 🎈
Copy Sms
You may like