ঈদ গেল শীত এলো, খুশির জোয়ার ফিরে এলো।
শীতের এখন নতুন রূপ, কুয়াশা হলো অপরূপ।
তুমি আমার আপনজন, তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।- প্রতিটা শ্রাবণে
কারণে অকারণে
অহেতুক বাহানায়
নানান গল্পের ছলে
তোর বৃষ্টিস্নাত শহরে
আজীবন ভিজতে চাই।। - বসন্তের রঙ ছাপিয়েছে একুল
আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল,,
সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা...... - এসো হে শীত, এসো এসো!
চরম গরমে অতিষ্ঠ প্রাণ। রজনী কাটে বিনিদ্র।
তোমার আগমনে ধরা হোক শীতল। ঘুম আসুক অতল!
Copy Sms
You may like