রাতের বেলা খোলা আকাশ মনটা হলো একটু উদাস,
তারার সাথে দূর আলাপন আকাশটা এখন তুষার প্লাবন,
আমি আছি যেমন তেমন বন্ধু তোমরা আছো কেমন?- বৃষ্টি হীন দিনের ঘুম হীন রাত্রি,
তারা হীন আকাশের দিশা হিন যাত্রি ।
সব মিলিয়ে বিষন্ন এ পৃথিবী ।
তার পরও প্রশ্ন করছি কেমন আছ ? - চিটাগং টু ঢাকা। বন্ধু আমি একা!
খুলনা টু রাজশাহী তোমায় আমি ভালবাসি!
বারিশাল টু সিলেট করনা আমায় ডিলেট!
ওমান টু দুবাই কেমন আছো সবাই????? - কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,
না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,
যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো
মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি ?
Copy Sms
You may like