তোমার দেওয়া ভালোবাসার কারণে আমার
জীবন থমকে দাড়িয়েছে____
এমন তো কথা ছিলো না তবে কেনো
তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না
____ তবু ও বলবো ভালো থেকো_- দুঃখগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে।তোমার জীবন যেন স্বপ্নের সাগরে ভাসে।এ কমনা করি আমি বিধাতারি কাছে।
- ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন ।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে ।
তোমার জীবন যেনো সুখের সাগরে ভাসে ।
এই কামনা করি আমি বিধাতারি কাছে । - আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো "শুভ কামনা "
Copy Sms
You may like