প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা,
তোমার জন্য আমার এতো ব্যাকুলতা।
হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে।
মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে।
কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে,
আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে।
তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে।
শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।
___মিস ইউ___- যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশাপাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছেমিছি,
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর sms দিতাম। - মনেরই নীল খামে,প্রথম চিঠি তোমার নামে।তাও আবার মনে মনে,পাঠিয়েছি মোবাইল ফোনে,পড়ে দেখ শেষ লাইন,মিস করছি all time , I MISS You....
- তুমি অনেক লাকি ?
কারণ তোমায় মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না ??
যদি যেতো তাহলে তুমি কখনো ঘুমাতে পারতে না।
Copy Sms
You may like