স্বপ্ন মানে বাতির খেলা !!
স্বপ্ন মানে ভালোবাসা !!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা !!
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী !!
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভ রাত্রি!!- সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে ।
#শুভ_রাত্রি - যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায়
তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই
তোমায় রাজ কন্যার মত দেখি ...
-- শুভ রাত্রি -- - আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়? --শুভ রাত্রি--
Copy Sms
You may like