১, জসীমউদ্দীনের কবর কবিতা কোন
পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উঃ কলেস্নাল
২, ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’-
কে রচনা করেন? উঃ মুহম্মদ শহীদুল্লাহ্
৩, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন
প্রবন্ধটি উপন্যাস? উঃ শেষের
কবিতা
৪, কাজী নজরুল ইসলামের নামের
সাথে জড়িত- ‘ধূমকেতু’- কোন ধরনের
প্রকাশনা? উঃ পত্রিকা
৫, জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত
কাব্যগ্রন্থ কোনটি? উঃ রাখালী
৬, ‘রাইফেল রোটি আওরাত’-
উপন্যাসের রচয়িতা কে?
উঃ আনোয়ার পাশা
৭, কাজী নজরুল ইসলামের উপন্যাস
কোনটি? উঃ মৃত্যুক্ষুধা
৮, ‘মা যে জননী কান্দে’- কোন ধরনের
রচনা? উঃ কাব্য
৯, কোনটি ঠিক? উঃ বহিপীর (নাটক)
১০, শরৎচন্দ্রের কোন
উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত
হয়েছিল? উঃ পথের দাবী
১১, কোন প্রবন্ধটির রচয়িতা এস,
ওয়াজেদ আলী? উঃ ভবিষ্যতের
বাঙালি
১২, “ভাষা মানুষের মুখ থেকে কলমের
মুখে আসে,
উল্টোটা করতে গেলে মুখে শুধু
কালি পড়ে।”- কে বলেছেন?
উঃ প্রমথ চৌধুরী
১৩, ‘ধূমকেতু’-
পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
উঃ কাজী নজরুল ইসলাম
১৪, বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ
কোনটি ? উঃ চৈতন্য পরবর্তী যুগ
১৫, হুলিয়া কার লেখা ?
উঃ নির্মুলেন্দুগুন
১৬, সনেট সংকলন কার লেখা?
উঃ সুফি মোতাহের হোসেন
১৭, চর্যাপদ কোন ছন্দে লেখা?
উঃ মাত্রাবৃত্ত
১৮, কবিওয়ালা ও শায়েরের উদ্ভব
ঘটে কখন? উঃ আঠারো শতকের
শেষার্ধে ও ঊনিশ শতকের
প্রথমার্ধে
১৯, কবি গানের প্রথম কবি?
উঃ গোজলা পুট
২০, 'কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ
পথ?'- কার লেখা? উঃ কৃষ্ণ চন্দ্র
মজুমদার