ছোট গল্পঃ জীবনে কিছু কিছু স্বপ্ন থেকে যায় ।

জীবনের গল্প May 30, 2016 7,261
ছোট গল্পঃ জীবনে কিছু কিছু স্বপ্ন থেকে যায় ।

শাকিলের খুব ইচ্ছে সে পুলিশে যোগ দিবে । এটা শাকিলের ছোট থেকেই স্বপ্ন একদিন বড় হয়ে সে দেশের ও দেশের মানুষের সেবা করবে ।

শাকিল সকালে কলেজে যাওয়ার সময় রাস্তায়

ট্রাফিকের একটি দৃর্শ্য দেখে সেই চুপচাপ একা একা মনে মনে কি ভাব ছিল কে জানে ? আজ আর দুপুরের পরে কফি খাওয়ার জন্য কলেজ ক্যান্টিনেও যায়নি । ঘটনা ঘটেছিল বাটার সিগন্যালের সামনের মোরে । একটি মধ্য বয়স্ক লোককে ট্রাফিক ধরে কি অপরাধে যেন কয়েকটি চর থাপর দিল । হঠাৎ কথা বলতে বলতে শাকিল চোখ সে দৃর্শ্যটির দিকে পড়ে । আর তখন থেকেই শাকিলের মত একটি চঞ্চল ছেলে একদম চুপচাপ হয়ে যায় । বিষয়টি শানুর চোখেও পড়েছিল তবে শানু তখন এতটা ভাবে নাই । শাকিল চুপচাপ থাকার কারনেই মনে হয় বিষয়টা শানুকেও ভাবিয়ে দিলো । লোকটি কি অপরাধ করেছিল তা শানুও জানেনা । পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিক অধিকার ও নাগরিকের প্রতি রাষ্ট্র সরকারের কর্তব্য থাকে । আর সেই নিয়ম থেকে মনে হচ্ছে এ দেশেও ব্যাতিক্রম নয় । তবে এখন ওসব সংরক্ষিত সরকার রাষ্ট্রের নিয়ম আচার থেকে বোধ হয় কিছু ক্ষেত্রে এদেশের সাধারণ মানুষগুলো বঞ্চিত হয়ে যাচ্ছে । না হলে যে ট্রাফিকটি

মধ্য বয়স্ক রিক্সাওআলা লোকটাকে মারলো সে ট্রাফিকটি সেই মধ্য বয়স্ক লোকটির ছেলের বয়সীই হবে। যদি আজ লোকটি ওই ট্রাফিকটিকে দুটো চর থাপর লাগিয়ে দিত তখন আইন কিন্তু ওই লোকটিকেই পুলিশের গায়ে হাত দেয়ার অপরাধে ধরতো ।তার পরে লোকটিকে ধরে জেল হাজত কত কি হতো ।

অথচ একজন ছেলের বয়সী ট্রাফিক বাবার বয়সী লোকটাকে আঘাত করল এর কোন বিচারই নাই ।আর বিচার করবেই বা কে ? অথচ

সেদিন সংবিধানের তৃতীয় বিভাগের ২৬ থেকে ৪৪ অনুচ্ছেদের খানিকটা পড়েছিলাম । এ নিয়ে ভাবতে ভাবতে শানুর কাছে শাকিলের ফোন ।

শাকিল আজ কি হল তোমার ? চুপচাপ হয়ে গেলে । শানু সকালের দৃশ্যটি মনে আছে ? হ্যা আছে কিন্তু কেন ? শাকিল শানুকে বললো শানু ওই ঘটনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে চাকুরি একজন পিতার বয়সী লোকের গায়ে হাত তুলতে হয় সে চাকুরি আমি করবো না ।কি বলছো শাকিল তোমার এতদিনের স্বপ্ন সাধারণ একটা ঘটনার জন্য এভাবে ত্যাগ করবে । শানু পৃথিবীতে আমার চেয়ে আরও অনেক ভালো স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে তাদের সকলের সব স্বপ্ন পূরণ হয় না । আর যাদের স্বপ্ন পূরণ হয়না আজ থেকে না হয় আমিও তাদের দলের একজন হয়ে গেলাম । তাছাড়াও মানুষের সব স্বপ্ন পূরণ হয় না । জীবনের কিছু কিছু স্বপ্ন থেকে যায়