Book নিয়ে Vocabulary!! ভাল করে পড়ে নিন!!

অনলাইনে পড়াশোনা May 29, 2016 1,963
Book নিয়ে Vocabulary!! ভাল করে পড়ে নিন!!

Book Vocabulary

-

1. Book = বই, পুস্তক, গ্রন্হ, খাতায় জমা করা।

2. Bookish = পুস্তকপ্রিয়।

3. Bookbinder = যে বই বাধাই করে।



4. Bookcase = বই রাখার আলমারি।

5. Book debt = খাতায় বাকি।

6. Booking Clerk = টিকেট বিক্রেতা।

7. Bookhunter = যে ব্যক্তি দুষ্প্রাপ্য বই খুঁজে বেড়ায়।


8. Book-keeper = হিসাবরক্ষক।

9. Book-learning = পুঁথিগত বিদ্যা।

10.Book-seller = পুস্তক বিক্রেতা।



11. Book-shelf = বই রাখার তাক।

12. Bookstall = খোলা স্হানে বইয়ের দোকান।

13. Bookworm = পড়ুয়া।