ধাঁধা :
১. ‘মাটির বুকে জন্ম তার
পরে সাদা শাড়ি,
তরকারির স্বাদ বাড়ানো
তার বাহাদুরি।’
২. ‘লোহার খুঁটি
কাঁচের ঘর,
তার মধ্যে
আলোর বর।’
৩. ‘লেজ কাটা কাজ যার,
পেট কেটে বাস তার।
মাথা মুছে ফেলা জল,
চোখে দিলে ভালো ফল।’
৪. ‘লেজের দিকে চাপ দিলে
মাথা উঁচু করে,
যতো বার ছেড়ে দাও
মাথা কুটে মরে।’
উত্তর :
১. রসুন
২. হারিকেন
৩. কাজল
৪. ঢেঁকি