বাংলাদেশ ম্যাচের আগে গুরুতর অভিযোগ করলো লঙ্কানরা

ক্রিকেট দুনিয়া June 4, 2024 196
বাংলাদেশ ম্যাচের আগে গুরুতর অভিযোগ করলো লঙ্কানরা

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে আইসিসির কাছে গুরুতর অভিযোগ তুলেছে লঙ্কানরা।


নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। ম্যাচটিতে ৭৭ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে প্রোটিয়ারা।


হেরে বিশ্বকাপ মিশন শুরু করে মেজাজ ঠিক রাখতে পারছে না লঙ্কান ক্রিকেটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা লঙ্কান স্পিনার মহেশ থিকসানার কণ্ঠে হতাশার চেয়ে ক্ষোভের প্রকাশই দেখা গেল বেশি।


তিনি বলেন, ‘আমাদের জন্য ব্যাপারটা খুবই বাজে হয়েছে। প্রতিদিনই (ম্যাচ শেষে) আমাদের জায়গা ছাড়তে হবে। কারণ চারটি ভিন্ন ভেন্যুতে এবার খেলছি। ফ্লোরিডা, মায়ামি থেকে যে ফ্লাইটগুলোতে উঠেছি, বিমানবন্দরে ৮ ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছে। রাত ৮টায় ছাড়ার কথা ছিল, তবে আমরা ফ্লাইট পেয়েছি ভোর ৫টায়। সত্যি বলতে, এটা খুবই জঘন্য। তবে মাঠে যখন খেলবেন, তখন এটা ব্যাপার না।’


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলংকা তাদের প্রস্তুতিও বাতিল করেছিল। স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্বকে দায়ী করেছেন থিকশানা। লঙ্কান স্পিনার বলেন, ‘হ্যাঁ, এটা হয়েছে (প্রস্তুতি বাতিল)। কারণ হোটেল থেকে মাঠে যেতে ১ ঘণ্টা ৪০ মিনিট লাগে। এমনকি আজ (গতকাল) মাঠে আসতে ভোর ৫টায় উঠতে হয়েছে।’


শ্রীলংকা, নেদারল্যান্ডস দল দুটি গ্রুপ পর্বের চার ম্যাচ খেলতে হচ্ছে চারটি ভিন্ন ভেন্যুতে। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভেন্যু পরিবর্তনের ঝামেলা তেমন একটা নেই বললেই চলছে।


লঙ্কান স্পিনার বলেন, ‘আমি দল দুটির নাম বলতে চাই না, যারা একই জায়গায় থাকার সুযোগ পেয়েছে। তাদের টিম হোটেল মাঠ থেকে মাত্র ১৪ মিনিট দূরে। আমাদেরটা (মাঠ থেকে দূরত্ব) ১ ঘণ্টা ৪০ মিনিটের মতো।’


শ্রীলংকার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা অবশ্য এত অভিযোগ করেননি। তবে একেবারেই উড়িয়েও দেননি বিষয়টিকে লঙ্কান দলপতি।


তিনি বলেন, ‘আমরা এই কথা বলতে পারি না এটা (লম্বা ভ্রমণ এবং ভেন্যু জটিলতা) প্রভাব ফেলেছে। তবে আমাদের সময়টা কঠিন ছিল। বিশেষ করে শেষ কয়েকটা দিন। খেলার দিন সকালেও আমরা ১ ঘণ্টা ৪০ মিনিট ভ্রমণ করেছি। আর আমাদের প্রথম রাউন্ডের চার ম্যাচ, চারটা আলাদা ভেন্যুতে।’