পুরনো তাঁবু কলকাতাতে ফিরেই আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন ভারতের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। সবচেয়ে বেশি নজর কেড়েছে দলের খেলোয়াড়দের উপর তার বিস্তার করা প্রভাব নিয়ে। একই সময়ে বিসিসিআই ভারতীয় দলের প্রধান কোচ খুঁজছে। দেশটির গণমাধ্যমগুলোও তাই গম্ভীরকে কোচ করা নিয়ে বেশ সরব।
রবিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের কোচ হওয়া প্রসঙ্গে প্রথমবার কথা বলেন গম্ভীর, ‘দেখুন, ভারতীয় দলকে কোচিং করাতে পারলে আমার ভালো লাগবে। এর চেয়ে বড় সম্মান হয় না। জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মান আর কী আছে। দেশের ১৪০ কোটি, বিশ্বজুড়ে ছিটিয়ে থাকা আরও ভারতীয়র প্রতিনিধিত্ব করার চেয়ে বড় আর কী হতে পারে?’
গম্ভীরের কথায় স্পষ্ট তিনি রাজি ভারতের কোচ হতে, ‘আমি কীভাবে ভারতকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করবো? আমার মনে হয় না, আমি ভারতকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করব। ১৪০ কোটি ভারতীয় এটা করবে। সবাই যদি আমাদের জন্য প্রার্থনা শুরু করে এবং আমরা খেলা শুরু করি, তাদের প্রতিনিধিত্ব করা শুরু করি, তাহলে ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভয়ডরহীন থাকা। আর হ্যাঁ, ভারতের কোচিং করাতে পারলে আমার ভালো লাগবে।’
এর আগে কখনোই প্রধান কোচ হিসেবে কাজ করেননি তিনি। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দুই মৌসুম দায়িত্ব পালন করেন। ওই দুই মৌসুমেই আইপিএলের প্লে–অফে উঠেছিল তারা। এরপর এবার কলকাতা নাইট রাইডার্সে একই ভূমিকায় ছিলেন। এবার তো দল চ্যাম্পিয়নই হয়েছে। আর তার এমন ইতিবাচক কথা শুনে কিছুটা আশাবাদী হতেই পারেন ভারতীয় ক্রিকেটের ভক্তরা।