মেসির পাশে দাঁড়িয়ে এমবাপ্পেকে মার্টিনেজের চরম অপমান!

খেলাধুলার বিবিধ December 21, 2022 800
মেসির পাশে দাঁড়িয়ে এমবাপ্পেকে মার্টিনেজের চরম অপমান!

গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে অত্যন্ত অশালীন ভঙ্গির পর এবার শিশুর পুতুলের মাথায় এমবাপ্পের মুখচ্ছবি লাগিয়ে ফের আলোচনার এলেন তিনি। খবর ডেইলি মেইল। গণমাধ্যমটি বলছে, মূলত বিশ্বকাপ ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেছিলেন, এমবাপ্পে ফুটবল বোঝেন না। এরপর বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনা কুড়ান তিনি।


বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্রেসিংরুমে ফিরে আরেকবার আক্রমণ করেন এমবাপ্পেকে। ড্রেসিংরুমে বিশ্বকাপ জয় উদযাপন করার সময়েই সোনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কটাক্ষ করলেন কিলিয়ান এমবাপ্পেকে। আর্জেন্টিনীয় ড্রেসিংরুমে সকলে সমস্বরে গাইছিলেন, “এক মিনিট নিস্তব্ধতা।”


এখানেই শেষ হয়নি। বিশ্বকাপ ট্রফি নিয়ে মঙ্গলবার রাতে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা জানানো হয়। বীরদের বরণ করে নিতে রাস্তায় জড়ো হয়েছিলেন লাখো সমর্থক। ওই ট্রফি প্যারেডে এমিলিয়ানো মার্টিনেজ করেছেন আরেক বিতর্কিত কাণ্ড।


প্রকাশ্যে মেসির পাশে দাঁড়িয়ে এমবাপ্পেকে চরম অপমান করলেন মার্টিনেজ। বাসে তার হাতে দেখা যায় একটি শিশুর পুতুল, যার মাথায় লাগানো ছিল এমবাপের মুখচ্ছবি। এ পুতুলকে কোলে নিয়েই ছাদখোলা বাসে সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন মার্টিনেজ। এ সময় তার পাশেই দাঁড়ানো ছিলেন এমবাপের ক্লাব সতীর্থ লিওনেল মেসি।