ভারতের বিপক্ষে জয়ের খবর প্রকাশ করলো আর্জেন্টিনার গণমাধ্যম

খেলাধুলার বিবিধ December 5, 2022 773
ভারতের বিপক্ষে জয়ের খবর প্রকাশ করলো আর্জেন্টিনার গণমাধ্যম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সমর্থক আর্জেন্টিনা। গতরাতে ভারত বধের পথে মেহেদী হাসান মিরাজের লাফিয়ে ওঠে বাউন্ডারি হাঁকানোর ছবিটি খবর হয়ে গেল আর্জেন্টাইন গণমাধ্যমে।


আর্জেন্টিনার শীর্ষস্থানীয় গণমাধ্যম ইএল ডেসট্যাপ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মিরাজের একটি ছবির ক্যাপশনে লিখেছে,


‘চলো বাংলাদেশ! ভারতের বিপক্ষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের নায়ক ছিলেন মেহেদী মিরাজ ও মুস্তাফিজুর রহমান।


আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং অসাধারণ একটি জয় উদযাপন করছি।’


নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ জিতিয়ে ভারত-বধ কাব্য লিখেই ফেললো মিরাজ-ফিজ জুটি। চাপের মুখে মিরাজ ব্যাট হাতে যে খেলা খেললেন তা অতুলনীয়। গতরাতে ভারতকে কাঁপিয়েই দিয়েছিলেন মিরাজ। পরতে পরতে টাইগারদের যুদ্ধ জয়ের রোমহর্ষক লড়াই আর ভারতের অসহায় আত্মসমর্পন।


সূত্রঃ ক্রিকেট৯৭