সাকিব-তামিমের পর টি-টেন লিগে নাম লেখালেন মুস্তাফিজ

খেলাধুলার বিবিধ September 20, 2022 1,993
সাকিব-তামিমের পর টি-টেন লিগে নাম লেখালেন মুস্তাফিজ

আসন্ন টি-টেন লিগে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। তবে শুধু সাকিবই নয় এবার এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল।


টি-টেন লিগের টুইটারে প্লেয়ার ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে। সেখানে ইংল্যান্ডের জেমস ভিন্স, জেসন রয়দের সঙ্গে রয়েছেন তামিম ইকবালও।


টুইটে উল্লিখিত অন্য খেলোয়াড়রা হলেন- ইংল্যান্ডের ডেভিড মালান ও রবি বোপারা, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, এবং দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস। আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট।


এর আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে লেগে খেলেছেন তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের প্রথম আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন তামিম। সেবার তিন ম্যাচে ১৭৬.০৯ স্ট্রাইকরেট ও ৪০.৫০ গড়ে ৮১ রান করেন তিনি। হাঁকান একটি ফিফটিও। এবং ২০১৭ সালে বাংলা টাইগার দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ অনলাইন