আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 15, 2022 794
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের মাটিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আজ এটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচ দুটি ২৫ ও ২৭ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন–সুবিধার সঙ্গে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলাকে বাড়তি পাওয়া হিসেবেই দেখতে চান নিজাম।


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আরব আমিরাতের কন্ডিশনে অনুশীলন কতটা সহায়তা করবে, এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ… এখানেও (প্রস্তুতির) সুযোগ পাইনি। এ অনুযায়ী টিম ম্যানেজমেন্টের এমন পরিকল্পনা, সে অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচ আবহ এবং অন্যান্য যে অনুশীলন–সুবিধা (দুবাইয়ে স্পোর্টস সিটি আছে, অন্যান্য সুবিধা আছে) সেগুলো নিতে পারব।’


আরব আমিরাত ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে এই সিরিজের সূচি। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ।


সূত্রঃ প্রথম আলো