মাহমুদউল্লাহকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া September 14, 2022 1,041
মাহমুদউল্লাহকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ জনের স্কোয়াড ছাড়াও আছেন ৪ জন স্ট্যান্ডবাই।


বুধবার (১৪ সেপ্টম্বর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান; তা আগেই জানা ছিল। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।


মাহমুদউল্লাহর সঙ্গে বাদ পড়েছেন শেখ মাহাদি হাসান। এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। তার সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে আছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।


বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাাদ্দেক হোসেন, লিটন দান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন হোসেন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসানশান্ত।


স্ট্যান্ডবাই: শরিফুল, রিশাদ, শেখ মেহেদী, সৌম্য।