মুস্তাফিজের ঐ ওভার প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক

খেলাধুলার বিবিধ August 31, 2022 28,387
মুস্তাফিজের ঐ ওভার প্রসঙ্গে যা বললেন মোসাদ্দেক

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরেও ম্যাচের নিয়ন্ত্রণ এক সময় বাংলাদেশের হাতেই ছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে মাত্র ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে শুরু থেকেই আফগানিস্তানকে চেপে ধরেন সাকিব আল হাসান। তার সাথে যোগ দেন দলের আরেক স্পিনার শেখ মেহেদী হাসান।


সাকিব মেহেদী এবং মোসাদ্দেক হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে এক সময় পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের দখলেই ছিল। ম্যাচের ১৩ তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন যখন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবিকে আউট করেন তখন তাদের দলীয় স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৬২ রান।


ম্যাচের ১৪ তম ওভার পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিল। কিন্তু এরপরেই শুরু হয় বিপত্তি। দলের ফাস্ট বোলারদের উদাসীন বোলিংয়ে ৬ বল হাতে রেখে জয়লাভ করে আফগানিস্তান। এরমধ্যে ইনিংসের ১৭ তম ওভারে দুটি ছক্কা এবং দুইটি হোয়াইট সহ ১৯ রান দেন মুস্তাফিজুর রহমান।


যেটি নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, “আপনি যখন টি-টোয়েন্টি খেলতে নামবেন তখন আপনাকে এটা মেনে নিতে হবে, একটা দুইটা ওভারে ১৫-২০ রানের ওভার হবেই।


তো এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। যখন একটা ওভারে ২০ রান হয়ে গেছে তখন আমরা চেষ্টা করেছি পরের ওভারে যতটা রান কমানো যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেই জায়গায় ভালো করতে পারিনি। যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল না”।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট