সাব্বির, সাইফউদ্দিন কি থাকছেন আজকের একাদশে?

খেলাধুলার বিবিধ August 30, 2022 2,324
সাব্বির, সাইফউদ্দিন কি থাকছেন আজকের একাদশে?

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল। ঐতিহ্যবাহী শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।


আজ মাঠে নামতেই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার ‘সেঞ্চুরি’ পূর্ণ করবেন সাকিব আল হাসান। অধিনায়কের শততম ম্যাচটা নিশ্চয়ই জয় দিয়ে রাঙাতে চাইবে বাংলাদেশ দল।


ম্যাচটা সন্ধ্যার পর। তবে ক্রিকেটপ্রেমীদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই বাংশের একাদশ নিয়ে। কেমন হবে একাদশ? অনেকে আবার নিজের পছন্দের একাদশও সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন।টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে একাদশ সম্পর্কে ধারণা দিতে রাজি ছিলেন না। বলেছেন, খেলোয়াড়রা জানেন কী হচ্ছে একাদশ।


তবে বিসিবি সূত্রে জানা গেছে, নাঈম শেখ দলে আসায় বিকল্প ওপেনারের চিন্তাটা আর নেই। অতীত যেমনই হোক এনামুল হক বিজয়ের সঙ্গে আজ ওপেনিংয়ে পাঠানো হতে পারে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।ব্যাটিং অর্ডার অনুযায়ী সাকিব তিনে, আফিফকে চার নম্বরে দেখা যেতে পারে। পরের দুটি স্থান বরাদ্দ ভায়রা ভাইদের জন্য ( মুশফিক, মাহমুদউল্লাহ)। মিডল অর্ডারের ভার সামলানোর পুরনো দায়িত্বই পাচ্ছেন তারা।


সবকিছু ঠিক থাকলে সাইফউদ্দিনের প্রত্যাবর্তন হচ্ছে টি-টোয়েন্টির একাদশে। তবে সাব্বির রহমান হয়তো আজই সুযোগ পাবেন না। ইনফর্ম মোসাদ্দেক হোসেন সৈকতই হয়তো আগে সুযোগটা পাবেন। সাত, আটে মোসাদ্দেক ও শেখ মেহেদী ব্যাট করবেন। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন নয় নম্বরে থাকলে ব্যাটিং অর্ডারও লম্বা হয়। কারণ সাইফউদ্দিনও বড় শট খেলতে সক্ষম।


স্বীকৃত দুই পেসারের কোটায় মুস্তাফিজ ও তাসকিনকে দেখা যেতে পারে।স্পিনের বিপক্ষে আফগান ব্যাটসম্যানদের দক্ষতা ক্রিকেট বিশ্বে সমাদৃত। তাদের ঘরেই যে আছে বিশ্বসেরা সব স্পিনার। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় সাইফউদ্দিনকে নিয়ে তিন পেসারই খেলানোর কথা বাংলাদেশের।


সূত্রঃ ডেইলি ক্রিকেট