ইংল্যান্ডে মাইনর কাউন্টি খেলতে গিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সেখানে রানের ধারায় আছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। কদিন আগেই সেঞ্চুরি করেছিলেন। খেলেছেন ৮৫ বলে ১০৭ রানের ইনিংস। আরেক ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে আশরাফুলের। এবার সানডে লিগে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলো আশরাফুলের।
কোয়ারান্ডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৬ বলে ১৮২ রান করে আউট হয়ে গেছেন আশরাফুল। ইনিংস ছিল ৩২ চার ও ২ ছক্কায় সাজানো। সানডে লিগে তিনি খেলছেন লিলাগটনের হয়ে। নিজের ফেসবুক পেজে এক ছবি সহ পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।
আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৩৬ বলে ১৮২ রান, ইংল্যান্ডের মাইনর কাউন্টি লিগ-২০২২ এ। কোয়ারান্ডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
এর আগেও তিনবার মাইনর কাউন্টিতে খেলেছেন আশরাফুল। ২০০৬ সালে প্রথমবার অংশ নেন তিনি। পরে ২০১২ ও ২০১৯ সালে ইংল্যান্ডে খেলেছেন। - স্পোর্টসজোন২৪