লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন এনামুল হক বিজয়

ক্রিকেট দুনিয়া April 27, 2022 2,682
লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন এনামুল হক বিজয়

রান করতে করতে ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন বিজয়। এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাট করে বিজয় করেছেন মোট ১ হাজার ৪২ রান।


লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটাই কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান করার রেকর্ড। অবাক করা ব্যাপার হল, লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত পৃথিবীর কোনো টুর্নামেন্টেই এত রান করতে পারেননি কেউ!


লিস্ট ‘এ’ ক্যাটাগরির টুর্নামেন্টের এক আসরে হাজার রানের কীর্তি গড়া বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার বিজয়। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল টম মুডির। ১৯৯১ সালে ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে করেছিলেন ৯১৭ রান।


একই টুর্নামেন্টে ১৯৯০ সালে জিমি কুক করেছিলেন ৯০২ রান, সমারসেটের হয়ে। মুডি ১৫ ও কুক খেলেছিলেন ১৬ ইনিংস।


এছাড়া ২০১০ সালে জ্যাকস রুডলফ ৮৬১ রান করেছিলেন প্রো ফোরটি টুর্নামেন্টে; ১৩ ইনিংসে। পঞ্চম স্থানে আছেন যিনি, সেই কার্ল হুপারও রানের রেকর্ড গড়েছিলেন সানডে লিগে। ১৯৯৩ সালে ১৬ ইনিংসে ৮৫৪ রান করেছিলেন হুপার।


• একনজরে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড (এক আসরে)


১. এনামুল হক বিজয় – ১৪ ইনিংসে ১০৪২ রান (ঢাকা প্রিমিয়ার লিগ)

২. টম মুডি – ১৫ ইনিংসে ৯১৭ রান (সানডে লিগ)

৩. জিমি কুক – ১৬ ইনিংসে ৯০২ রান (সানডে লিগ)

৪. জ্যাকস রুডলফ – ১৩ ইনিংসে ৮৬১ রান (প্রো ফোরটি)

৫. কার্ল হুপার – ১৬ ইনিংসে ৮৫৪ (সানডে লিগ)।


সূত্রঃ বিডিক্রিকটাইম