দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ছেন মুস্তাফিজ!

ক্রিকেট দুনিয়া April 26, 2022 12,458
দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ছেন মুস্তাফিজ!

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুটা ভালোই হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই মাত্র ২৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে দিল্লি কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে বিশেষ পুরস্কারও জিতেছিলেন কাটার মাস্টার। গুজরাট টাইটান্সের বিপক্ষে স্বপ্নের শুরুর পর নিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে উইকেটের দেখা না পেলেও কম রান দিয়ে লাইম লাইট নিজের কাছেই রেখেছিলেন কাটার মাস্টার।


লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দিয়েছিলেন মাত্র ২৬ রান। এছাড়া তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ছিলেন আরও উজ্জ্বল। উইকেটের দেখা না পেলেও রান দিয়েছিলেন মোটে ২১। আর তাতেই আবারও রিকি পন্টিংয়ের বাহবা আদায় করে নেন মুস্তাফিজ।তবে এরপরই যেন ছন্নছাড়া মুস্তাফিজকে দেখা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিনেশ কার্তিক তার এক ওভারেই গুনে গুনে তুলে নিয়েছিলেন ২৮ রান।


ওই ম্যাচে সবমিলিয়ে রান খরচ করেন ৪৮!যা এবারের মৌসুমে তার সবচেয়ে ব্যয়বহুল। এরপরের দুই ম্যাচে উইকেটের দেখা পেলেও রান বন্যা ঠেকাতে পারেননি। এদিকে দিল্লির অবস্থাও খুব একটা ভালো নয়। করোনায় জেরবার দিল্লি পয়েন্ট তালিকায়ও আছে তলানিতে। সবশেষ ম্যাচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও। আর তাই ধারণা করা হচ্ছে, আগামী ম্যাচে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পরিবর্তন আসতে পারে একাদশে। এমন কি বেঞ্চে বসতে হতে পারে মুস্তাফিজকেও।


কারণ দিল্লি ক্যাপিটালসের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বল হাতে অনুশীলন করছেন লুঙ্গি এনগিদি। দক্ষিণ আফ্রিকান তারকা এ পেসার এবারের মৌসুমে এখনো এক ম্যাচও খেলতে পারেননি। মূলত মুস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে দলে সুযোগ পাওয়ায় সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে এনগিদিকে।হুট করেই তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি আগামী ম্যাচে মাঠেও উপস্থিতি এনে দিতে পারে মত অনেকের। এদিকে, সবশেষ ম্যাচে সানজু স্যামসনদের দেওয়া ২২৩ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস থামে ২০৭ রানে।


সূত্রঃ অনলাইন