অনাথ রিয়া মনিকে নিজের মেয়ের স্বীকৃতি দিলেন রকিবুল হাসান

খেলাধুলার বিবিধ April 24, 2022 702
অনাথ রিয়া মনিকে নিজের মেয়ের স্বীকৃতি দিলেন রকিবুল হাসান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতৈল গ্রামের এক অনাথ কিশোরীকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ওই কিশোরীর নাম রিয়া মনি। রিয়া মনিও বাবা হিসেবে রকিবুল হাসানকে গ্রহণ করেছেন।


নায়েবুন্নেছা গার্লস হাই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি। রকিবুল হাসান এই স্কুলের দাতা সদস্য। এই স্কুলেই রিয়া মনির সঙ্গে পরিচয় হয় রকিবুলের। গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করতে সেখানে যান রকিবুল। তখনই রিয়াকে প্রথম দেখেন তিনি।


জানা গেছে, রিয়া মনি বাবা-মা দুইজনই বেঁচে আছেন। কিন্তু তারা অন্যত্র বিয়ে করে রিয়াকে একা ফেলে চলে গেছে। রিয়া তার খালার কাছে থাকে। নতুন বাবা পেয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছে রিয়া।


শনিবার (২২ এপ্রিল) রকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, স্কুলে মেয়েটির মুখে তার পরিবারের ঘটনা শুনে আমার চোখে পানি চলে আসে। আমি মেয়েটিকে বললাম আমার দুটি ছেলে আছে বড়। কোনো মেয়ে নেই। তোমাকে কি আমি মেয়ে ডাকতে পারি? তুমি কি আমাকে বাবা বলতে পারবা? বাবার আসনে বসাতে পারবা? সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো আমার দিকে। তারপর বললো-হ্যাঁ, পারবো। আপনাকে আমি বাবার জায়গা দিতে চাই।


তিনি বলেন, ঢাকায় ফিরে আসার পর প্রতিদিনই মেয়ে আমাকে ফোন করে। ফোন করেই জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছো? মা খেয়েছেন? বিষয়টা আমার স্ত্রীও ভালোভাবে গ্রহণ করেছে। আমি এসেই তাকে ছবি দেখিয়ে বলেছিলাম ঘটনাটা। আমার স্ত্রী বলেছে রিয়া মনি আমাদেরই মেয়ে। আগামীতে আমি মেয়েকে আমাদের কাছে ঢাকা নিয়ে আসবো। তারপর আরও বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবো। যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে।


রিয়ার বাবা-মা যেহেতু বেঁচে আছেন সেহেতু তাকে দত্তক নিলে ভবিষ্যতে কোনো আইনি জটিলতার মুখোমুখি হতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে রকিবুল হাসান বলেন, আমি অতটা গভীরে যাইনি, চিন্তাও করিনি। তাৎক্ষণিকভাবে আমার মনের আবেগে আমি তাকে মেয়ে হিসেবে গ্রহণ করেছি। সেও আমাকে বাবা বলে ডেকেছে। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, তাহলে রিয়া মনিই সিদ্ধান্ত নেবে, সে কার কাছে থাকবে।