দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার বিকাল ৫টার দিকে মারা গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাসাতেই ছিলেন তিনি, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। শুধু বাংলাদেশ নয়, মোশাররফ রুবেলের মৃত্যুশোক ছুঁয়ে গেছে আইপিএলকেও। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুক পেজে লিখেছে, ‘সাবেক বাংলাদেশি স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে আমাদের আন্তরিক সমবেদনা। ওপারে তিনি শান্তিতে থাকুন।’